ইমপ্লান্ট সার্জারি কি অনেক কষ্টের ?

 




ইমপ্লান্ট সার্জারি কি অনেক কষ্টের ?

 ইমপ্লান্ট সার্জারি অনেক রুগীর কাছে একটি ভীতিকর বিষয়।  কিন্তু এটি মোটেও কোনও বড় সার্জারি নয়।  এবং এটি কোনো ঝুঁকিপূর্ণ সার্জারিও নয়।  নিরানব্বই শতাংশ ইমপ্লান্ট লাগানো হয় শুধুমাত্র লোকাল এনেস্থেসিয়া ব্যাবহার করে। আপনার ইমপ্লান্ট সার্জন যদি অভিজ্ঞ হয় তাহলে আপনার মনে হতে পারে এটি দাঁত তোলার থেকেও সহজ সার্জারি।  উপরের ছবিটি দেখুন আমাদের ইমপ্লান্ট বিশেষজ্ঞ সার্জন লোকাল এনেস্থেসিয়া ব্যবহার করে ইমপ্লান্ট বসিয়েছেন।   শুধুমাত্র গাইড ব্যবহার করে ড্রিল করার পরে ইমপ্লান্ট বসিয়ে দেওয়া হয়েছে  দশ মিনিটে। ডেন্টাল ইমপ্লান্ট একটি সহজ সার্জেরীর  মাধ্যমে বসানো হয় 

Our Specialist Doctor's

1. Dr. K C Paul

 FCPS, BDS

Asso. Professor, Dhaka Dental College

BRACING SPECIALIST

2. Dr. Uttom K Shet

PhD, MSD, BDS

Asst. Professor, Sapporo Dental College


 Address:

THE DENTAL EXCELLENCE

ABC North Ridge, 3rd Floor, H/51, R/15

Rabindra Sarani (opposite to Prime Bank)

Sector-3, Uttara.

Appointment: 01707197404 

No comments

comments are appreciated to improve and quality care

Powered by Blogger.