ফেলে দেওয়া দাঁত প্রতিস্থাপনের সব থেকে ভালো পদ্ধতি কি?
ফেলে দেওয়া দাঁত প্রতিস্থাপনের সব থেকে ভালো পদ্ধতি কি?
দাঁত ফেলে দেওয়ার পরে তিনটি উপায়ে প্রতিস্থাপন করা যায়।
এক: ডেন্চার বা আলগা দাঁত লাগানো ।
দুইঃ ব্রীজ, যেটা দুইপাশের দাঁতের সাহায্যে ফেলা দেওয়া দাঁত ব্রিজ আকারে প্রতিস্থাপন করা যায়।
তিন: ইমপ্লান্ট, যেখানে ফেলে দেওয়া দাঁত প্রতিস্থাপনের জন্যে ইমপ্লান্ট বসিয়ে সেটার উপর একটি দাঁত লাগিয়ে দেওয়া হয়।
আধুনিক ডেন্টিস্ট্রির একটি গুরুত্ব পূর্ণ সংযোজন হলো ডেন্টাল ইমপ্লান্ট। যদিও এটি এখনো ব্যয়বহুল চিকিৎসা। সেকারণে সকলের পক্ষে ডেন্টাল ইমপ্ল্যান্টের চিকিৎসার ব্যায় বহন সম্ভব নয়। তবে ডেন্টাল ইমপ্ল্যান্টের সবথেকে ভালো দিক হচ্ছে, আলগা দাঁতের মতো খোলার প্রয়োজন নেই আবার ব্রিজ এর মতো পাশের দাঁত কেটে লাগাতে হয় না। এটি দেখতে একেবারে নরমাল দাঁতের মতো এবং খাওয়ার সময়ও এটি নরমাল দাঁতের মতোই কার্যকর ।
ডেন্টাল ইমপ্লান্ট চিকিৎসার সব থেকে গুরুত্ব পূর্ণ অংশ হলো ডাক্তার নির্বাচন। ইমপ্লান্ট অবশ্যই ভালো এবং সঠিক চিকিৎসা তবে ডাক্তার নির্বাচন ভুল হলে সেটি হতেপারে আপনার বড় ধরণের ভুগান্তির কারন। কোথায় এবং কাকে দিয়ে ইমপ্লান্ট করাচ্ছেন সেটির উপর নির্ভর করছে এই চিকিৎসার দীর্ঘমেয়াদি ফলাফল। সুস্থ এবং সুন্দর দাঁত আপনার সুস্বাস্থ্যের নিয়ামক।
ছবি: ডেন্টাল ইমপ্লান্ট চিকিৎসার আগে ও পরে।
আপনার দাঁতের সঠিক চিকিৎসার জন্য পরামর্শ করতে পারেন আমাদের স্পেশালিস্ট ডাক্তারদের সাথে।
আমাদের স্পেশালিস্ট ডাক্তারঃ
1. ডাঃ উত্তম কে. শেঠ
বিডিএস, এমএসডি, পিএইচডি (ওরাল সার্জন এবং ইমপ্লান্টোলজিস্ট)
সহকারী অধ্যাপক, সাপ্পোরো ডেন্টাল কলেজ
2. ডাঃ কাজল সি. পল
বিডিএস, এফসিপিএস (ব্রেসিং স্পেশালিস্ট)
সহযোগী অধ্যাপক, ঢাকা ডেন্টাল কলেজের।
3. ডাঃ মাহমুদ সাজেদীন
বিডিএস, ডিডিএস, এফসিপিএস (ব্রেসিং স্পেশালিস্ট)
সহযোগী অধ্যাপক, বিএসএমএমইউ
No comments
comments are appreciated to improve and quality care