ইমপ্লান্ট সার্জারি কি অনেক কষ্টের ?
ইমপ্লান্ট সার্জারি কি অনেক কষ্টের ?
ইমপ্লান্ট সার্জারি অনেক রুগীর কাছে একটি ভীতিকর বিষয়। কিন্তু এটি মোটেও কোনও বড় সার্জারি নয়। এবং এটি কোনো ঝুঁকিপূর্ণ সার্জারিও নয়। নিরানব্বই শতাংশ ইমপ্লান্ট লাগানো হয় শুধুমাত্র লোকাল এনেস্থেসিয়া ব্যাবহার করে। আপনার ইমপ্লান্ট সার্জন যদি অভিজ্ঞ হয় তাহলে আপনার মনে হতে পারে এটি দাঁত তোলার থেকেও সহজ সার্জারি। উপরের ছবিটি দেখুন আমাদের ইমপ্লান্ট বিশেষজ্ঞ সার্জন লোকাল এনেস্থেসিয়া ব্যবহার করে ছয়টি ইমপ্লান্ট বসিয়েছেন নিচের সব দাঁত ব্রিজ আকারে প্রতিস্থাপনের জন্য। এখানে কোনও ইনসিশন (কাটা) দেওয়া হয় নাই, কোনো ব্লিডিং নাই এবং কোনো সেলাই নাই। শুধুমাত্র গাইড ব্যবহার করে ড্রিল করার পরে ইমপ্লান্ট বসিয়ে দেওয়া হয়েছে এক ঘন্টা তিরিশ মিনিটে। সুতরাং বুঝতেই পারছেন ডেন্টাল ইমপ্লান্ট একটি সহজ সার্জেরীর মাধ্যমে বসানো হয়
THE DENTAL EXCELLENCE
ABC North Ridge, 3rd Floor, H/51, R/15
Rabindra Sarani (opposite to Prime Bank)
Sector-3, Uttara.
Appointment: 01707197404
গাইড ব্যবহার করে ড্রিল করার পরে ইমপ্লান্ট বসিয়ে দেওয়া হয়েছে এক ঘন্টা তিরিশ মিনিটে।
ReplyDelete